বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে প্রতিবছর বেড়েই চলেই জিপিএ ৫ পাওয়া ছাত্র-ছাত্রীর সংখ্যা। এর আগে শিক্ষার মান ও এই জিপিএ ৫ নিয়ে বেশ কিছু অভিযোগও উঠেছিল।
জানা গেছে, মোটা অঙ্কের টাকা দিলে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাবোর্ডের কিছু কর্মকর্তার সহায়তায় মেলে জিপিএ ৫ সহ ভিন্ন ভিন্ন সার্টিফিকেট। এবার নতুন করে অভিযোগের তীর ঢাকা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অদ্বৈত কুমার রায় ও রাজধানীর একটি শিক্ষা মাফিয়া চক্রের সদস্যদের দিকে।
চক্রের একজন সদস্য রাজধানীর উত্তরা ন্যাশনাল পাবলিক কলেজের একজন শিক্ষক ও ঢাকা শিক্ষার্বোর্ডের কর্মচারি ইউনিয়নের একজন নেতা। রাজধানীর উত্তরার ৪ নং সেক্টরে অবস্থিত ন্যাশনাল পাবলিক কলেজ। চক্রের আরেক সদস্য ঢাকা শিক্ষাবোর্ডের সাবেক কলেজ পরিদর্শক ও বর্তমানে বাংলাদেশ সরকারের উপসচিব। আরেক প্রভাবশালী সদস্য বি সি এস সাধারণ শিক্ষা সমিতির প্রভাবশালী নেতা ও বোর্ড অফিসেই গুরুত্বপূর্ণ পদে কর্মরত।
https://www.facebook.com/dailyexpress24/videos/381247302384574/?t=0