রংপুরে বাস চলাচল বন্ধ; যাত্রীরা দুর্ভোগে

Share

বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ

প্রস্তুাবিত সড়ক পরিবহন বিল-২০১৮-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে রংপুর বিভাগে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। সড়ক নিরাপদ না করে আইন পাশের কারণে তারা বাস চালাচ্ছেন না। এদিকে শ্রমিকদের অঘোষিত পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রংপুর বিভাগীয় শ্রমিক পরিবহন ফেডারেশন সূত্রে জানা যায়, প্রস্তুাবিত সড়ক পরিবহন বিল-২০১৮-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে শ্রমিকরা রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর ও গাইবান্ধার জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। সড়কে বাস চলাচল নিরাপদ করে আইন পাশ করার দাবি জানিয়েছে তারা।

এ দিকে শ্রমিকদের অঘোষিত পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে অটোরিকশায় ও হেঁটে গন্তব্যে যাচ্ছেন তারা।

সোমবার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, আন্তজেলা রুটে চলাচল করা সকল বাস সারিবদবধভাবে টার্মিনালে দাঁড়িয়ে আছে। আন্তজেলা রুটে বাস চলাচল না করায় অনেক যাত্রীরা বাস টার্মিনালে এসে ঘুরে যাচ্ছেন। অনেকে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কোনো বাস পাওয়া যায় কিনা। তবে বিআরটিসি’র বাসগুলো চলাচল করতে দেখা গেছে।

বাস টার্মিনালে আসা যাত্রী রংপুর নগরীর শরিফুল ইসলাম বলেন, আমি বাসে করে লালমনিরহাট যাওয়ার জন্য টার্মিনালে আসলাম। কিন্তু এখানে এসে দেখি কোন বাস চলাচল করছে না। শুনলাম শ্রমিকরা পরিবহন ধর্মঘট করছে। এখন ট্রেনে যাওয়া ছাড়া কোন উপায় দেখছি না।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সভাপতি আখতার হোসেন বাদল সমকালকে জানান, ৩০২ ধারায় ৫ বছরের জেল এবং ৫ লাখ টাকা জরিমানা নিয়ে সারা বাংলাদেশে শ্রমিকদের মাঝে একটি আতঙ্ক তৈরি হয়েছে। ৩০২ এর মামলা নিয়ে শ্রমিকরা গাড়ি চালাতে চাচ্ছে না। কারণ অধিকাংশ শ্রমিকরাই গরীব, সড়কে দুর্ঘটনা ঘটলে তারা কীভাবে ৫ লাখ টাকা জরিমানা দেবে, ৫ বছরের জেল হলে তাদের পরিবার কেমন করে চলবে? আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। আন্তঃজেলায় বাস চলাচল না করলেও ঢাকাসহ দূরপাল্লায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর জাতীয় সংসদে সড়ক পরিবহন বিল উপস্থাপন হলে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে বিলটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলে বলা হয়, চালকের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে বা অবহেলা জনিতকারণে সংঘটিত দুর্ঘটনায় কোনো ব্যক্তির প্রাণহানি ঘটলে উক্ত ব্যক্তি ৫ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে। বেপরোয়া গাড়ি চালিয়ে কাউকে আহত করলে তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আর ড্রাইভিং লাইসেন্স পেতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে। ট্রাফিক আইন অমান্য করলে পয়েন্ট কাটার ব্যবস্থাও থাকবে আইনে। নির্ধারিত পয়েন্টের নিচে গেলে লাইসেন্স বাতিল হয়ে যাবে। চালককে নতুন করে আবার লাইসেন্স নিতে হবে।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বীরগঞ্জে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে...

বীরগঞ্জে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৭৭

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে প্রাকৃতিক দূর্যোগ ঝড়বৃষ্টির কারণে এসএসসি পরীক্ষার প্রথম দিনে...

বীরগঞ্জে ইউএনও তানভীর আহমেদ এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা...

বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে জাহিদ হাসান জনি (৩০) নামে এক যুবকের ঝুলন্ত...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।