আজ গুগলের জন্ম দিন

তথ্য ও প্রযুক্তি ডেস্কঃ

তথ্য ও প্রযুক্তির এই যুগে গুগল এখন মহীরুহে পরিণত হয়েছে। একে একে পার করেছে ১৯টি বছর। আজ গুগলের ২০তম জন্মদিন।

বৃহৎ এ প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্মদিনে গুগল নিজেই করেছে ডুডল। এতে উঠে এসেছে তাদের পথচলা শুরু থেকে এ পর্যন্ত নানা বিষয়ের উপস্থাপন।

ভাষার বিস্তার, সংস্কৃতি কিংবা অজানা কোন বিষয়ের বিবরণ এমন বিষয়গুলো নিয়েই নিজেদের জন্মদিনে অসাধারণ ডুডল করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

১৯৯৮ সালের আজকের এই দিনে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জনপ্রিয় এ সার্চ ইঞ্জিন চালু করে। এখন বিশ্বের ১৯০টির বেশি দেশে ১৫০টি ভাষায় কাজ করছে গুগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *