জাকির হোসেন,হাবিপ্রবি প্রতিনিধিঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির সার্কুলার প্রকাশ।আবেদন করা যাবে :১ লা অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত ।
রেজাল্ট পয়েন্টঃ
প্রতিটি ইউনিটেই ১০০মার্কের MCQ পরীক্ষা । আর চতুর্থ বিষয়সহ এসএসসি এর জিপিএ কে চার দ্বারা গুণ
করে এবং এইচএসসি এর জিপিএ কে ছয় দ্বারা গুণ করে যোগ করে ৫০ মার্কের মধ্যে রেজাল্ট স্কোর হিসাব করা হয় ।স্কোর হিসাব হয়
১০০+৫০ =১৫০ মার্কের মধ্যে ।
.
যে ইউনিট এ পরীক্ষা দিতে পারবেনঃ বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে A, B, D, E & F ইউনিট । এদের মধ্যে B & D ইউনিট
দুটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাব্জেক্টের ইউনিট । বানিজ্য বিভাগের জন্য রয়েছে C ইউনিট । তবে C ইউনিটে বিজ্ঞান ও
মানবিক বিভাগের শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে ।এক্ষেত্রে ৬০% আসন বাণিজ্যদের জন্য,বাকী ৪০ % মানবিক ও বিজ্ঞান
বিভাগের শিক্ষার্থীদের জন্য।
আর মানবিক বিভাগের জন্য রয়েছে G ইউনিট । তবে G ইউনিটে বিজ্ঞান ও বানিজ্য বিভাগের শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে । এক্ষেত্রে ৫০% আসনমানবিকদের জন্য,বাকী ৫০ % বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য।
.
তবে শুধুমাত্র E Unit (আর্কিটেকচার) এর জন্য অঙ্কনের উপর ৫০ মার্কের অতিরিক্ত পরীক্ষা দিতে হয় । তার মানে E Unit এর স্কোর হিসাব হয় মোট ১০০+৫০+৫০ = ২০০।
আবেদনের যোগ্যতাঃ
এসএসসিও এইচএসসি = 6.50 লাগবে। তবে SSC বা HSC এর যেকোনোটিতে 3.00 এর নিচের জিপিএ গ্রহণযোগ্য হবে নাহ। G ইউনিট মানবিক বিভাগের এর ক্ষেত্রে 6.00 ও প্রত্যেকটিতে 2.75 লাগবে। এগ্রিকালচার ফিশারিজ ,ভেটেরিনারি ভেটেরিনারি এন্ড এনিমেলস সাইন্স বিষয়ে জন্য ৪র্থ বিষয়ে নূন্যতম C গ্রেড থাকতে হবে।
.
ইউনিট পরিচিতি(মানবন্টন ও আসনসংখ্যা)
A ইউনিটে মোট সিট :৫৮৫ ১.এগ্রিকালচার -৩৭৫ ২.ফিশারিজ -১১০
৩ .ভেটেরিনারি এন্ড এনিমেলস সাইন্স -১০০
.
#মানবন্টন :১৫০ নম্বর মোট
১.পদার্থ =২৫ নম্বর
২.রসায়ন = ২৫ নম্বর
৩. জীববিজ্ঞান ২৫ নম্বর
৪.ইংরেজি =২৫ নম্বর
৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর
.
# B ইউনিট, Faculty Of CSE
মোট সিট -২১০
১.কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ( সিএসই)
সিট সংখ্যা :৭০
২.ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
(ECE)
সিট সংখ্যা :৭০
3. ইলেকট্রিকাল & ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং(EEE) : ৭০
মানবন্টন :১৫০ নম্বর মোট
১.পদার্থ =২৫ নম্বর
২.রসায়ন = ২৫ নম্বর
৩. ম্যাথ = ২৫ নম্বর
৪.ইংরেজি =২৫ নম্বর
৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর
.
# সি ইউনিট ( Faculty Of Business Studies)
মোট সিট সংখ্যা ২৮০
১. Accounting -৭০
২.Finance and Banking -৭০
৩.Management -৭০
৪. Marketing -৭০
ব্যবসায় শিক্ষা শাখার জন্য মোট সিট ৬০ % ( ১৬৮)
বিজ্ঞান ও মানবিক শাখার জন্য মোট সিট ৪০% (১১২)
# মানবন্টন : ১৫০ নম্বর মোট
ব্যবসায় শিক্ষা শাখার জন্য :
১. অ্যাকাউন্টিং = ২৫ নম্বর
২. ম্যানেজমেন্ট = ২৫ নম্বর
৩ . ইংরেজি = ২৫ নম্বর
৪. সাধারণ জ্ঞান = ২৫ নম্বর
৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর
বিজ্ঞান ও মানবিক শাখার জন্য :
১. বাংলা = ৪০ নম্বর
২. ইংরেজি = ৪০ নম্বর
৩ .সাধারণ জ্ঞান = ২০ নম্বর
৪. জিপিএ নম্বর = ৫০ নম্বর
# ডি ইউনিট : Faculty of Engineering
মোটা সিট -২২০
১. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং(ME) : সিট সংখ্যা :৫০
২. সিভিল ইঞ্জিনিয়ারিং (CE) : সিট সংখ্যা :৫০
৩. *এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং( AE) : সিট সংখ্যা :৬০
৪. ফুড প্রসেস & ইঞ্জিনিয়ারিং:সিট সংখ্যা : ৬০
মানবন্টন :১৫০ নম্বর মোট
১.পদার্থ =২৫ নম্বর
২.রসায়ন = ২৫ নম্বর
৩. ম্যাথ = ২৫ নম্বর
৪.ইংরেজি =২৫ নম্বর
৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর
.
# ই ইউনিট: আর্কিটেকচার :সিট সংখ্যা ৩৫
মানবন্টন :২০০ নম্বর মোট
১.পদার্থ =২৫ নম্বর
২.রসায়ন = ২৫ নম্বর
৩. ম্যাথ = ২৫ নম্বর
৪.ইংরেজি =২৫ নম্বর
৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর
.
# এ়ফ ইউনিট : Science Faculty
মোট সিট -৩১০
১. পদার্থ (PHY): সিট সংখ্যা -৭৫
২. রসায়ন (CHE) : সিট সংখ্যা -৭৫
৩. গনিত (MAT): সিট সংখ্যা -৮০
৪. পরিসংখ্যান (STA) : সিট সংখ্যা -৮০
মানবন্টন :১৫০ নম্বর মোট
১.পদার্থ =২৫ নম্বর
২.রসায়ন = ২৫ নম্বর
৩. ম্যাথ = ২৫ নম্বর
৪.ইংরেজি =২৫ নম্বর
৫.জিপিএ নম্বর = ৫০ নম্বর
.
# জি ইউনিট: Faculty of Social Science & Humanities
মোট সিট-৩৬৫
১. ইংরেজি :সিট সংখ্যা -১১০
২. অর্থনীতি : :সিট সংখ্যা -১১০
৩. সমাজবিজ্ঞান ::সিট সংখ্যা -১১০
৪.ডেভেলপমেন্ট স্টাডিজ-৩৫
#মানবন্টন : ১৫০ নম্বর মোট
১. বাংলা = ৩০ নম্বর
২. ইংরেজি = ৫০ নম্বর
৩ .সাধারণ জ্ঞান = ২০ নম্বর
৪. জিপিএ নম্বর = ৫০ নম্বর