এমপি প্রার্থী নিজেই করছেন মাইকিং সঙ্গী অটো চালক!

Share

বিশেষ সংবাদদাতাঃ 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনের জাকের পার্টির প্রার্থী ও সাবেক ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার নিজেই মাইকিং করে চাইছেন ভোট। ভোটারদের উদ্দেশে তিনি মাইকে বলেছেন ‘আমি হাই মাস্টার, ভাই বোনদের বলে যাই, গোলাপ ফুল মার্কায় ভোট চাই। আমাকে ভোট দিয়ে এলাকার সমস্যা সমাধানে সংসদে কথা বলার সুযোগ দিন।’

নির্বাচনী এলাকার হাটে-বাজারে ব্যাটারিচালিত অটোরিকশায় ঘুরে ঘুরে মাইকে নিজের পরিচয় দিয়ে ভোট চাইছেন তিনি।

আসন্ন নির্বাচনের প্রচারণায় অন্যান্য প্রার্থীদের মতো তার কোনো কর্মী বাহিনী বা সমর্থক নেই তাই নিজেই করছেন মাইকিং এবং ভোটারদের দুয়ারে-দুয়ারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া একটি অটোরিকশার সামনে ও পেছনে দুটি মাইক বেঁধে চষে বেড়াচ্ছেন কুড়িগ্রাম-১ আসনের নাগেশ্বরী-ভূরুঙ্গামারী উপজেলার নির্বাচনী এলাকা। রাস্তায় থেমে-থেমে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি চাইছেন ভোটটিও।
.
হলফনামায় আব্দুল হাই মাস্টারের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, তিনি ভুরুঙ্গামারী উপজেলা সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। বাড়ির ভিটেসহ ২৮ শতক জমি, একটি টিভি, ওয়ারড্রব, পাঁচ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫ লাখ ২০ হাজার টাকা রয়েছে তার।
.
এর আগে ২০০৮ সালে আব্দুল হাই মাস্টার ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় পরিবেশ রক্ষায় ভূরুঙ্গামারী উপজেলাসহ বিভিন্ন এলাকায় ময়লার ভাগাড়ে নেমে ময়লা পরিষ্কার করার বিষয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ইত্যাদিতে দেখানো হয়। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহমানের কাছে পরাজিত হন।
.
কুড়িগ্রাম-১ আসনের নাগেশ্বরী উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন এবং ভুরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়ন রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ২৭২ জন। এ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকলেও দলীয় প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন আছলাম হোসেন সওদাগর, জাতীয় পার্টি লাঙল প্রতীক লড়ছেন একেএম মোস্তাফিজুর রহমান, বিএনপির ধানের শীষ প্রতীকে লড়ছেন সাইফুর রহমান রানা, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে লড়ছেন আব্দুর রহমান প্রধান, জাকের পার্টি গোলাপ ফুল প্রতীকে লড়ছেন আব্দুল হাই, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকে লড়ছেন জাহিদুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) বাইসাইকেল প্রতীকে লড়ছেন রশীদ আমেদ ও তরিকত ফেডারেশন ফুলের মালা প্রতীকে লড়ছেন কাজী লতিফুল কবির রাসেল।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

বীরগঞ্জে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জামায়াতের যুব বিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক “বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা শীর্ষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বীরগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জ থানার একটি রাজনৈতিক মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।