দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নে দেবারুপড়ায় ধান মাড়াই মেশিনে ৩ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া গ্রামে ধান মাড়াইয়ের সময় একটি শিশু নিহত।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ২:৩০ মিনিটে ধান মাড়াই মেশিনের ফ্যানে লাগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত জান্নাতি খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো: হাসিনুর ইসলাম।

নিহত শিশুটির নাম জান্নাতি খাতুন (৩ বছর), পিতার নাম জিয়াউর রহমান, মায়ের নাম রুবিনা খাতুন।

স্থানীয়রা জানায় বৃহস্পতিবার দুপুরে ধান মাড়াইয়ের সময় শিশুটি মেশিনের ফ্যানের কাছে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, শিশুটির লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। পরিবারের কোন প্রকার আপত্তি না থাকায় লাশ কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *