গত ৫৪ বছরে যারা খুন-ধর্ষণ-লুটপাট করেছে, তাদের তালিকা প্রকাশ করুন: জামায়াতের আমির

Share

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দাবি করেছেন, গত ৫৪ বছরে দেশে যারা খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি এবং নির্যাতন করেছে, তাদের নামের তালিকা প্রকাশ করা উচিত। শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, “আমাদের দাবি, নিরপেক্ষ সরকার এই তালিকা প্রকাশ করুক। দলীয় সরকার হয়তো এই উদ্যোগ নেবে না। জনগণ তাদের চেনার অধিকার রাখে, যারা বিগত ৫৪ বছরে দেশের সাধারণ মানুষকে নির্যাতিত করেছে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুমনের বাবা ফারুক হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, মজলিশে শুরার সদস্য মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান, দেলোয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আনেন শফিকুর রহমান। তিনি বলেন, “তারা গণতন্ত্র চায়নি, চেয়েছে উন্নয়ন। সেই উন্নয়নের নামে রডের বদলে বাঁশ দিয়েছে, সিমেন্টের সঙ্গে ছাই মিশিয়েছে। আমরা যখন এই অন্যায়ের প্রতিবাদ করেছি, তখন আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার, হত্যা, গুম, এবং জেলজুলুমের শিকার হতে হয়েছে। তবে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি।”

সংখ্যালঘু জনগোষ্ঠীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা এমন একটি বাংলাদেশ চান, যেখানে আতঙ্কে থাকতে হবে না। যারা কখনো আপনাদের জমি দখল করেনি, সম্পদ লুণ্ঠন করেনি, সেই দলকেই বেছে নিন। বিবেকের চক্ষু দিয়ে খুঁজলেই সেই দলকে খুঁজে পাবেন।”

ওবায়দুল কাদেরের একটি পুরোনো বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, “তিনি বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দুই দিনের মধ্যে পাঁচ লাখ নেতা-কর্মী খুন হবে। বাস্তবে এমন কিছু ঘটেনি। বরং জনগণ তাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।”

সম্মেলনের দিন সকাল থেকে দিনাজপুরের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা বাস ও মাইক্রোবাসে করে সম্মেলনস্থলে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মী সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।

প্রতিবেদক: ইউসুফ আলী

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বিএনপি নেতার হামলায় জামাত নেতা আহত

*ইফতার আয়োজন নিয়ে রেষারেষি *আহত দুইজন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি মাসুদ রানা...

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নে কবিরাজ হাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

বীরগঞ্জে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে জামায়াতের যুব বিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক “বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যুবকদের ভূমিকা শীর্ষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

বীরগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জ থানার একটি রাজনৈতিক মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।