নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ অরবিন্দ শিশু হাসপাতাল এর আয়োজনে অরবিন্দ শিশু হাসপাতাল এর নিচ তলার ১১৭ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে অরবিন্দ শিশু হাসপাতাল এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা-২০২৩।
২৫ ডিসেম্বর, ২০২৫ শনিবার সকাল ১১টায় অরবিন্দ শিশু হাসপাতাল এর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে অরবিন্দ শিশু হাসপাতাল এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা-২০২৩ এর কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ৩৭ তম বার্ষিক সাধারণ সভায় অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুর ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন অরবিন্দ শিশু হাসপাতাল এর কার্যনির্বাহী পরিষদ সদস্য বিধান চক্রবর্তী বাসু।
শোক প্রস্তাব উপস্থাপন করেন অরবিন্দ শিশু হাসপাতালের যুগ্ম সম্পাদক মোঃ শহিদুর ইসলাম খান (শাহিন খান)। স্বাগত ভাষণ প্রদান করেন অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদ।
সম্পাদকীয় ভাষণ পাঠ করেন অরবিন্দ শিশু হাসপাতালের সহ-সভাপতি ও ৩৭তম বার্ষিক সাধারণ সভা-২০২৩ ব্যবস্থাপনা উপ পরিষদের আহ্বায়ক মোঃ রেজাউল করিম। বিগত ৩৬তম বার্ষিক সাধারণ সভা-২০২২ এ গৃহীত সিদ্ধান্তবলী পাঠ করেন অরবিন্দ শিশু হাসপাতালের সহ-সভাপতি রণজিৎ কুমার সিং।
২০২৩-২০২৪ অর্থবছরে সাধারণ সম্পাদকের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন অরবিন শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক মোঃ শামীম কবির।
২০২৩-২০২৪ অর্থ বছরের আয়-ব্যয় এর প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদনের জন্য ও ২০২৩-২০২৪ অর্থ বছরের অডিট রিপোর্ট উপস্থাপন ও অনুমোদনের জন্য এবং ২০২৪- ২০২৫ অর্থ বছরের বাজেট উপস্থাপন ও অনুমোদনের জন্য পেশ করেন অরবিন্দ শিশু হাসপাতালের কোষাধ্যক্ষ জহির শাহ্।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং অরবিন্দ শিশু হাসপাতাল এর যারা ইহলোক ত্যাগ/মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সবশেষে সভাপতির ভাষণ ও সমাপ্তি ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সভার কার্যক্রম শেষ করা হয়।