খানসামায় ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের খানসামায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর ম্যানেজারকে শ্বাসরোধ করে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া গ্রামের জহরুল হাজীর পুকুরপাড় কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী জিকরুল হক পাকেরহাট বাজারের লাবীবা টেলিকম এন্ড খিদমা আতর হাউসের স্বত্বাধিকারী।

জানা যায়, ম্যানেজার ব্রজেন প্রতিদিনের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিন জনের একটি ছিনতাইকারী দল শ্বাসরোধ করে ব্যাগে থাকা চার লক্ষ টাকা ছিনতাই করে।

এ বিষয়ে ব্যবসায়ী জিকরুল হক বলেন, আমার ম্যানেজার ব্রজেন দোকান বন্ধ করে রাতে বাসায় আসার পথে এ ছিনতাই হয়। কালিতলা পর্যন্ত আমার এক ভাতিজাসহ আসে, বাকি পথ সে একাই আসে। ওইখানে ওতপেতে থাকা তিনজন ছিনতাইকারী তার গাড়ি চাবি বন্ধ করে দেয়, পরে তার হাতে থাকা ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। তাকে মাটিতে ফেলে শ্বাসরোধ করার চেষ্টা করে। সে সময় হাতে থাকা টাকার ব্যাগটি ছেড়ে দেয় পরবর্তীতে সে উপায় না পেয়ে চিৎকার করে এবং এলাকাবাসী ছুটে আসে তাকে উদ্ধার করে।

ভুক্তভোগী ম্যানেজার ব্রজেন বলেন, পাকেরহাট থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় আমাকে তিনজন মুখোশ পরে আক্রমণ করে। পরে গলা চেপে ধরে মারধর শুরু করে। আমি অনেক চিৎকার করায় আমাকে ফেলে দিয়ে আমার হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এমতবস্থায় প্রশাসনের কাছে অনুরোধ করতেছি টাকাগুলো যদি উদ্ধার করে দিতে পারে, তাহলে আমার খুব উপকার হবে।

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমূল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। অভিযোগ পেলে নিয়মিত মামলার রুজু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *