নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ মতিয়ার রহমান-এর নেতৃত্বে একটি অভিজানিক দল।গোপন সংবাদের ভিত্তিতে ৬ ফেব্রুয়ারী’২০২৫ বিকেলে দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নুনাইচ কাকিলাদিঘী গ্রামের মোঃ আইনুল ইসলাম এর ঘর তল্লাশি করে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উক্ত ফেন্সিডিল উদ্ধারের সময় আইনুল ইসলামের স্ত্রী মোছাঃ আরমন বেগম (৪৫)-কে আটক করা হয়েছে।
অপরদিকে আইনুল ইসলামের পুত্র মোঃ আরিফুল ইসলাম (৩০) অভিযানের খবর টের পেলে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে মোঃ আরিফুল ইসলামের ঘর তল্লাশি করে তার ঘর থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ২ ঘর তল্লাশি করে মোট ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২০ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা দেখিয়ে ২ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সরণির ১৪ (খ) ৪১ ধারায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযানের বিষয় নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।