দিনাজপুর শহরে জামায়াতের ১২ নং ওয়ার্ড অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (১১ফেব্রুয়ারি ২০২৫)) রাত ৯ টায় পুলহাট নতুন বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

১২ নং ওয়ার্ডের জামায়াত অফিস উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমীর মোঃ সিরাজুস সালেহীন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার ১২ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মোল্লা মোঃ তোয়াব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মোঃ রিপন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ মুশফিকুর রহমান, জামায়াতে ইসলামী দিনাজপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড সেক্রেটারী এইচ এম আব্দুল মোমিন সরকার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা ৬ নং আউলিয়াপুরের আমীর মাওলানা হাবিবুল্লাহ বেলালী, জামায়াত নেতা মাওলানা আলিনুর হক, পেশাজীবী সংগঠনের শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান লিমন, ৬ নং আউলিয়াপুর জামায়াত নেতা মোঃ আশরাফুল আলম, ১২ নং ওয়ার্ড জামায়াতের বাইতুল মাল সম্পাদক আবু তাহের সহ ১২ নং ওয়ার্ড শহর জামায়াত এবং শিবিরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *