দিনাজপুরে বীরগঞ্জে হিমাগারে অনায্য ও অযৌক্তিক ভাড়া বাড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলার বীরগঞ্জে (কোল্ডস্টোরেজ) হিমাগারে অনায্য ও অযৌক্তিক ভাড়ার প্রতিবাদে ২৩ শে ফেব্রুয়ারী সকাল ১১ টা সময় শহীদ মিনার চত্বরে দ্বিতীয় বারের মত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে আলু চাষী ও ব্যবসায়ীরা, এ সময় ঢাকা –পঞ্চগড় মহাসড়কে সবধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে গত ১৩ ই ফেব্রুয়ারী তারিখে আলু চাষি ও ব্যবসায়ীরা একই দাবি নিয়ে বিক্ষোভ করলে উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে বিক্ষোভ সমাবেশ স্থগিত করেন।

এসময় বিক্ষোভ কারিরা জানায় প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য ৮ টাকা ভাড়া হিমাগার কতৃপক্ষের অনায্য এবং অযৌক্তিক এই ভাড়া প্রত্যাহার করে ভাড়া কমিয়ে আনতে হবে আর নয়তো হিমাগারে তালা ঝুলাতে হবে,তাহলেই আমরা রাস্তা ছাড়বো।

পরবর্তীতে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষোভ কারিদের বলেন,আইনি প্রক্রিয়ায় হিমাগার গুলোর ব্যবস্থা গ্রহন করবো,এবং তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে পার্শ্ববর্তী হিমাদ্রি কোল্ডস্টোরেজ এ আইনের ২৭ ধারা অনুযায়ী সিলগালা করলে, বিক্ষোভ কারীদের প্রতিনিধি মোঃ আব্দুল মালেকের অনুমতিতে বিক্ষোভ সমাবেশ স্থগিত করে সড়কে যান চলাচল সচল করে দেন।

অপরদিকে হিমাদ্রি কোল্ডস্টোরেজের প্রজেক্ট ইনচার্জ (মোঃ নুরুন্নবী) ভাড়া বৃদ্ধির বিষয়ে জানান, হিমাগার এ্যাসোসিয়েশনের মুল্যে তালিকা ও নিয়ম অনুযায়ী আমরা সব কিছু নির্ধারণ করেছি, এ বিষয়ে আমাদের নিজস্ব বানানো কোন নিয়ম অথবা মুল্য নেই।

প্রতিবাদ সমাবেশে আসা কৃষকগন জানান উৎপাদন খরচ বেশী হলেও বাজারে আলুর দাম কম, যার কারণে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। তার মধ্যে হিমাগারের মালিকগন অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করায় এ যেনো কৃষকের জন্য মরার উপর ক্ষরার ঘাঁয়ের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *