বীরগঞ্জে নবাগত ইউএনও‍‍`র সাথে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষের মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ১২ মার্চ’২০২৫ বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৃথক পৃথক ভাবে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সদ্য যোদানকৃত ইউএনও তানভীর আহমেদের সাথে বীরগঞ্জ প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইটভাটা মালিক সমিতি, শিক্ষক সমিতি, উপজেলা স্কাউট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুশীল সমাজসহ ছাত্র প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত ইউএনও কামরুজ্জামান সরকারের কাছ থেকে নবাগত ইউএনও তানভীর আহমেদ দায়িত্ব বুঝে নেন।

জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা তানভীর আহমেদ ৩৫ তম বিসিএস ক্যাডার।

এখানে ইউএনও হিসেবে যোগদানের আগে কুড়িগ্রাম চর রাজিবপুর ইউএনও হিসেবে দায়িত্বরত ছিলেন।

সার্বিক উন্নয়ন ও ভাল কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *