রংপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ। রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় পাড়া মহল্লা অলি-গলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকাল থেকেই নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। থেমে নেই অপর প্রার্থীরাও। নগরির এক নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তফা। নির্বাচন সুষ্ঠু হবে বলেও প্রত্যাশা তার। তবে, নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা।
এছাড়া, অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছেন। এদিকে, নিজ নিজ দলের প্রার্থীদের সমর্থনে প্রচারণায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় নেতারাও। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশনও।