বীরগঞ্জ নিউজ ২৪ ডেস্কঃ
পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের জন্য বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ছয়টা থেকে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে আগাম টিকিট বিক্রি হচ্ছে।
টিকিট সংগ্রহ করতে ভোর থেকেই বাস কাউন্টারগুলোতে ভিড় জমিয়েছেন টিকিটপ্রত্যাশীরা। সকালে বিভিন্ন কোম্পানির বাস কাউন্টারের সামনে আগাম টিকিট কিনতে নারী-পুরুষের দীর্ঘ সারি দেখা গেছে। তবে বিক্রির প্রথম দিনেই নির্দিষ্ট দিনের টিকিট না পাওয়ার অভিযোগ করছেন টিকিট প্রত্যাশীরা।
এক টিকিট প্রত্যাশী জানান, টিকিটের দাম বেশি নিচ্ছে। অন্য সময়ে যে টিকিটের দাম ৪৫০ টাকা, সেটা এখন ৫৭০ টাকা নিচ্ছে।
অন্য আরেকজন জানান, দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থেকেও ১৪ তারিখের টিকিট পায়নি। এছাড়া কাউন্টারের লোকজন টিকেট থাকা সত্ত্বেও টিকিট দিচ্ছে না।
কল্যাণপুরে শ্যামলী বাস কাউন্টারের ম্যানেজার বলেছেন, ‘ঈদের সময় যাত্রী নিয়ে ঢাকা ছাড়লেও আসার সময় বাসে কোনো যাত্রী থাকবে না তাই কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে। ১৭ জুন সম্ভাব্য ঈদুল ফিতরের দিন ধরে ৭ থেকে ১৫ জুনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এবার বাসের ফিরতি টিকিট ঢাকা থেকে কাটা যাবে এবং তা অনলাইনেও সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।’