উত্তর কোরিয়া, চাদ ও ভেনিজুয়েলার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্র ভ্রমণে মুসলিম দেশের পর এবার উত্তর কোরিয়া, চাদ ও ভেনিজুয়েলার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন। হোয়াইট হাউস জানিয়েছে, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে না। সন্ত্রাস সম্পর্কিত এবং অন্যান্য তথ্য প্রয়োজন মতো জানাচ্ছে না চাদ।

আর, ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে দেশগুলোর নাগরিকদের ব্যবসায়িক, পর্যটন ভিসা বাতিলসহ বেশ কিছু সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১৮ অক্টোবর থেকে । ক্ষমতায় আসার পর সন্ত্রাস ও জঙ্গি অনুপ্রবেশ ঠেকানোর নামে গত জুলাইতে পাঁচ মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে বিতর্কের ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য আইনি বাধার মুখে পড়লেও থামছেন না তিনি। দেশে-বিদেশে চলছে প্রতিবাদ-বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *