এই রোনালদোকে ভয় পেতেই পারে পিএসজি

ক্রিশ্চিয়ানো রোনালদোকে আটকাতে পারেনি পিএসজি। পারেনি অসাধ্য সাধন করতেও। কাল, পিএসজির মাঠে শেষ ষোলোর ফিরতি লেগ ২-১ গোলে জিতে রোনালদোর রিয়াল মাদ্রিদই উঠে গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে।

বার্নাব্যুতে প্রথম লেগ ৩-১’এ জিতেছিল রিয়াল। তাই, পিএসজির মাঠে বাড়তি চাপ ছাড়াই ফিরতি লেগ খেলতে নামে গত দু’আসরের চ্যাম্পিয়ন দলটি। কিন্তু, কোয়ার্টার ফাইনালে ওঠার কঠিন সমীকরণ মেলানোর চেষ্টায় পিএসজি শুরুতেই রিয়ালের রক্ষণে চাপ বাড়ালে আক্রমনে ধার হারায় রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদো গোল করে পার্থক্য গড়ে দেন দু’দলের।

এবারের আসরে প্রতিটি ম্যাচেই লক্ষ্যভেদ করা রোনালদোর গোল হলো সর্বাধিক ১২টি। ৬৬ মিনিটে পিএসজির ভেরাত্তি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেও ৭১ মিনিটে কাভানি গোল করে সমতায় ফেরান স্বাগতিকদের। ৮০ মিনিটে সব অনিশ্চয়তার ইতি টেনে গোল করেন রিয়ালের কাসিমিরো। মাদ্রিদ ক্লাবটির জন্মবার্ষিকীতে সমর্থকদের উৎসবের দারুণ এক উপলক্ষ উপহার দিলো জিদানের শিষ্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *