এবার পদত্যাগ করছেন ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা

এবার পদত্যাগের করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোন। আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্পের নতুন করারোপের সিদ্ধান্তের সাথে একমত হতে না পারায়, পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে পদত্যাগের কথা জানান কোন। এসময় দেশের জন্য কাজ করাকে সম্মানজনক বলে উল্লেখ করেন গোল্ডম্যান সাকস ব্যাংকের সাবেক এই গর্ভণর। তবে তার পদত্যাগের নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ হয়নি। ঐদিন সন্ধ্যায় এক বিবৃতিতে তাকে অভিনন্দন জানান ট্রাম্প। সেই সাথে শিগগিরই নতুন অর্থনৈতিক উপদেষ্টা নিয়োগেরও ঘোষণা দেন।

গত বছর ট্রাম্পের কর সংস্কার নীতিতে কোনের উল্লেখযোগ্য ভূমিকা ছিলো। হোয়াইট হাউজের রিপাবলিকান কর্মীদের মধ্যে তিনিই ছিলেন একমাত্র ডেমোক্র্যাট। এছাড়া গত বছর ভার্জিনিয়ার শার্লটসভিলে ডান-পন্থিদের একটি সমাবেশকে ঘিরে ট্রাম্পের প্রতি ক্ষোভ ও নিন্দা জানানোর পর থেকেই খারাপ হতে থাকে দ’জনের সম্পর্ক। ঐ সময়েও একবার পদত্যাগ করতে চেয়েছিলেন কোন। গত সপ্তাহে হোয়াইট হাউজের কমিউনিকেশন বিভাগের প্রধান হোপ হিকস পদত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *