আশিক মুন্না | গেলো বন্যায় যেসকল ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে তার মধ্যে ধান অন্যতম।বন্যা পরবর্তি সময়ে খাদ্য সংকট কাটিয়ে উঠতে এবং অধিক লাভের আশায় খানসামা উপজেলার সব ধান চাষিরা নতুন উদ্যমে ধান চাষ শুরু করেন।নতুন নতুন প্রজাতির ধান চাষের ব্যাপারে উৎসাহিত হয়ে চাষিরা ধান চাষ করে লাভবান হবেন বলেও আশাবাদ ব্যাক্ত করছেন।
বন্যা পরবির্তি সময়ের ধান চাষ এবং এখান থেকে কতটা লাভবান হবার সম্ভাবনা আছে। সে ব্যাপারে কথা হচ্ছিলো খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ীর ইউনিয়নের ধান চাষী অাবুল কালাম অাজাদ এর সাথে । তিনি খানসামা সহজপুর গ্রামে প্রায় সাড়ে ৫ বিঘা জমির উপরে ধান চাষ করেছেন। এই সম্পূর্ণ জমিতেই তিনি এবছর মামুন ধানের চাষ করেছেন বলে জানান। তার সাথে কথা বলে আরোও জানা যায় যে, এই সময়ে ধানের দাম বেশি থাকায় তার চাষকৃত মামুন ধানে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা আছে।
এছাড়াও তিনি মনে করেন যে, তার চাষকৃত এই মামুন ধান দেশের অন্যান্য ধানগুলোর মতোই বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ভুমিকা রাখবে।বন্যা পরবর্তি সময়ে খাদ্য সংকট কিছুটা হলেও রোধ হবে বলে তিনি মনে করেন।