নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের খানসামায় জমিসংক্রান্ত বিরোধের জেরে জিল্লুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহিন ও সজিবের বিরুদ্ধে।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। পরে জেলার পার্বতীপুর উপজেলার পুরাতন বাজার এলাকার মৃত আবু ইয়াহিয়ার ছেলে মাহাবুর ইসলামকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।
অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের প্রতিবেশী আব্দুর রাজ্জাকের ছেলে সজিব ও তার ভাই শাহিন ইসলামের সাথে সাদেকুল হক ও জিল্লুর রহমানের দ্বন্দ্ব চলছে। সজীব ও শাহীনের স্ত্রী মৌসুমী বেগম ও লায়লী বেগম, শাহিন ইসলামের ছেলে নয়ন ও তার স্ত্রী আফরোজা বেগম সাথে জেলার পার্বতীপুর উপজেলার পুরাতন বাজার এলাকার মৃত আবু ইয়াহিয়ার ছেলে মাহাবুর ইসলামসহ নাম না জানা ২-৩ জন অতর্কিত হামলা করে। অভিযোগ এসেছে মারামারির উদ্দেশ্যে শাহিন ৩-৪ জন ছেলেকে বাইরে থেকে নিয়ে আসছিল। এ সময় জিল্লুর রহমান কে মারার উদ্দেশ্যে প্রকাশ্যে ছুরি চালায় সজিব ও মাহবুব, এক পর্যায়ে জিল্লুর রহমান একজনের ছুরি হাত দিয়ে ধরলে অন্যজন ছুরি দিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে এলাকাবাসী বুঝতে পেরে তাদের ধাওয়া দিলে বাইরে থেকে আনা ২-৩ পালিয়ে যায় এবং এলাকাবাসী মাহবুবকে ঘেরাও করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় জিল্লুর রহমান ও মোক্তারসহ আহত হয়েছেন বেশ কয়েক জন। তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন পরে একজন কে আটক করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।