ঝড়ো বাতাসে লণ্ডভণ্ড জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডস

ঝড়ো বাতাসে লণ্ডভণ্ড জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের বিভিন্ন এলাকা। তীব্র বাতাসে সৃষ্ট দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত আটজনের। পূর্ব নির্ধারিত দু’শতাধিক ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগে পড়েছেন সহস্রাধিক যাত্রী। স্থানীয় সময় বৃহস্পতিবার টর্নেডোর মতো শক্তিশালী ঝড়ো বাতাসের কবলে পড়ে ইউরোপের উত্তরাঞ্চল।

এর তীব্রতা ছিলো ঘন্টায় ১৪০ কিলোমিটার। জার্মানির পশ্চিম থেকে পূর্বদিকে প্রবাহিত ঝড়ের কারণে সৃষ্ট দুর্ঘটনায় দুই দমকল কর্মীসহ অন্তত চারজনের মৃত্যু হয়। সাময়িক বন্ধ করে দেয়া হয় বিমানের ওঠানামা ও দূরপাল্লার ট্রেন চলাচল। এই ঝড়ো বাতাসে বেলজিয়ামে একজন ও নেদারল্যান্ডসে আরো তিনজনের প্রাণহানী হয়েছে। বেশিরভাগের মৃত্যু হয়েছে গাছ পড়ে ও সড়ক দুর্ঘটনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *