আন্তর্জাতিক ডেস্কঃ
মুসলিমদের সন্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইফতার পার্টির আয়োজন করবেন।এটাই হবে তার সরকারের আমলে প্রথম ইফতার পার্টি। এর আগে মার্কিন প্রেসিডেন্টরা ইফতার পার্টির আয়োজন করলেও প্রেসিডেন্ট ট্রাম্প সেই নীতি থেকে সরে আসেন।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী বুধবার ইফতার পার্টির আয়োজন করা হবে। তবে পার্টিতে কারা অংশ নেবেন সেই বিষয়ে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন ওই কর্মকর্তা। রমজানে গত বছর ইফতার পার্টির আয়োজন না করে সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প।
এর আগে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডাব্লিউ বুশ এবং বারাক ওবামা ইফতার পার্টির ঐতিহ্য বজায় রাখলেও প্রেসিডেন্ট ট্রাম্প তা মানেননি। তিনি ক্ষমতায় এসেই বিভিন্ন দেশের মুসলিমদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন। এর ফলে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়।