তেঁতুলিয়ায় উঁকি দিচ্ছে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা

কাঞ্চনজঙ্ঘা আর হিমালয় পর্বতের দৃশ্য দেখতে পর্যটকদের ভীড় এখন পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সর্ব উত্তরে এই সীমান্ত উপজেলায় মহানন্দার পাড় থেকে দেখা যাচ্ছে সোনালী-রুপালি কাঞ্চনজঙ্ঘা, দেখা যাচ্ছে নেপালের হিমালয় পর্বত।

চলতি শীত মৌসুমে আকাশে তেমন মেঘ আর কুয়াশা না থাকায় স্পষ্ট হয়ে উঠেছে পাহাড়। কোন রকম কৃত্রিম যন্ত্র ব্যবহার না করে দূর পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে বিমোহিত হচ্ছেন পর্যটকরা। তেঁতুলিয়ার ওপারেই ভারতের শিলিগুঁড়ি এবং শিলিগুঁড়ি থেকে প্রায় ৫০ কিমি দুরে দার্জিলিং শহর।

তেঁতুলিয়ায় রাত কাটালেই দেখা যাবে আলোকিত দার্জিলিং শহর। ভোরের আকাশে তাকালে দেখা যায় নয়নাভিরাম নেপালের হিমালয় আর ভারতের কাঞ্চনজংঘা। পাসপোর্ট আর ভিসার দরকার পড়ে না তাই ভ্রমনপিপাসুরা প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারেন পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *