ত্রিদেশীয় নিদাহাস কাপ টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশ-শ্রীলংকা অঘোষিত সেমিফাইনাল। টাইগাররাও প্রস্তুত চ্যালেঞ্জ জিততে। সাকিব দলে যোগ দেয়ায় আত্মবিশ্বাস ও মনোবলে চাঙ্গা হয়েই ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে লিগ পর্বের শেষ ম্যাচটি।
ভারত তিন ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ-শ্রীলংকা ফিরতি লেগ ম্যাচটি কার্যত রূপ নিয়েছে সেমিফাইনালে। ম্যাচের গুরুত্ব বুঝেই মাঠে নামবে দুই দল। লংকানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বাধিক ২১৫ রান তাড়া করে জয় পাওয়ার পর ভারতের কাছে হারে আত্মবিশ্বাসে চোট লাগার কথাই টাইগারদের।
তবে, অন্তর্বর্তীকালীন কোচ কোর্টনি ওয়ালশ ওই পরাজয়কে গুরুত্ব না দিয়ে উজ্জীবিত রাখছেন দলকে। চোট কাটিয়ে সাকিবের দলে ফেরাও সতীর্থদের রসদ দিচ্ছে মানসিকভাবে চাঙ্গা হওয়ার। বাদ পড়েছেন সাব্বির ও আবু হায়দার রনি। ঢুকেছেন আরিফুল হক। এদিকে, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শ্রীলংকার কোচ চন্ডিকা হাতুরুসিংহে বলেছেন, সাকিবের ফেরা নিয়ে বাড়তি কোন চাপে নেই লংকান দল।