নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বিরলে কৃষি বিভাগের স্মার্ট কৃষি প্রযুক্তি পরিদর্শন করেছেন বিশ্বব্যাংক প্রতিনিধি দল। এ উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বিরল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন (১৯-২১ জানুয়ারি-২০২৫) ব্যাপী স্মার্ট প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন স্টলে কৃষি প্রযুক্তির বিভিন্ন যন্ত্রাংশ, বীজ উৎপাদন ও সংরক্ষণ কর্ণার, স্বাস্থ্য সুরক্ষা কর্ণার, আধুনিক পানি ব্যবস্থা কর্ণার, জলবায়ু পরিবর্তন ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি কর্ণার, ক্লাইমেট স্কুল, বিভিন্ন নার্সারি ও এপি ওয়ার্ল্ড ভিশন নিজ নিজ উৎপাদিত পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করেন। পরে বিরল উপজেলার বেশ কয়েকটি স্মার্ট প্রকল্পের আওতায় চলমান প্রকল্পের মাঠ সরজমিনে ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যবৃন্দ।
বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোস্তফা হাসান ইমাম এর সঞ্চালনায় ও বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক মোঃ হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, বিশ্ব ব্যাংক টাক্স টিম লিডার সামিনা ইয়াসমিন, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এবং ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট ডাইরেক্টর এ কে এম শরিফুল ইসলাম, প্রজেক্ট ডাইরেক্টর খন্দকার মোহাম্মদ রাশেদ ইফতেখার, জাহাঙ্গীর আলম, ডেপুটি টিম লিডার এ কে এম মমতাজ উদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম প্রমুখসহ আরো অনেকে।
পরিদর্শন ও মেলা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি এক বার্তায় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোস্তফা হাসান ইমাম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।