বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী অদ্য এক যুক্ত বিবৃতিতে বলেন, দিনাজপুর জেলায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে ভাড়া আদায়কে কেন্দ্র করে ছাত্র-পরিবহন শ্রমিকদের সাথে সংঘর্ষ হওয়ায় দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে উত্তরবঙ্গের দিনাজপুরের সাথে বিভিন্ন জেলায় পরিবহন সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হচ্ছে।
নেতৃবৃন্দ দ্রুত আলোচনার মাধ্যমে আহুত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে জনজীবনে জনদূর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।