দিনাজপুরে কবি রুবি আফরোজ এর প্রথম কবিতা গ্রন্থ “অক্ষরবাস”র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

“মুক্ত মতচর্চার জন্য আমরা সন্নিহিত” এই শ্লোগানকে সামনে রেখে এবং অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাবের হলরুমে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন “উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ” এর আয়োজনে বিশিষ্ট সমাজকর্মী, নারীর অধিকার- মানবাধিকার প্রতিষ্ঠার সংগঠন, বাংলাদেশ মহিলা পরিষদ- দিনাজপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক, আদর্শ মহাবিদ্যালয় ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কবি-গবেষক রুবি আফরোজ এর প্রথম কবিতা গ্রন্থ “অক্ষরবাস” এর মোড়ক উন্মোচন ও পরিচিতি-আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সন্ধ্যায় কবি সাহিত্যিকদের মিলন মেলা ও সাহিত্য আড্ডায় উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ এর প্রাণবন্ত সঞ্চালনায় এবং স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা করেন কবি জলিল আহম্মেদ, কবি ও গবেষক ড. মাসুদুল হক, কবি আযাদ কালম, কবি ও গীতিকার এ্যাড: মাজহারুল ইসলাম সরকার, কবি লালমিয়া, বিশিষ্ট নারী নেত্রী কানিজ রহমান, ড. মারুফা বেগম ফেন্সি, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, কবি ও গবেষক বিধান দত্ত, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, কবি চাষা হাবিব, জেলা ভ্যাটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক অধ্যক্ষ অর্চনা অধিকারী, কবি অদিতি রায়, ছড়াকার মমিনুল ইসলাম, কবি মেহনাজ পারভীন, রত্না মিত্র, মকিদ হায়দার শিপন, কবি নিরঞ্জন হীরা, কবি দিপক রায়, প্রবীণ কবি ফাতেমা বেগম, কবি বাসুদেব শীল, কবি রুবি আফরোজ এর স্বামী বিশিষ্ট ব্যাংকার মোঃ জালাল ও উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি কাশী কুমার দাস ঝন্টু।

আলোচকরা বলেন, রুবি আফরোজ এর প্রথম কবিতাগ্রন্থ “অক্ষরবাস” আমাদের হৃদয় স্পর্শ করেছে। যেমন প্রচ্ছদ ঠিক তেমনি বাঁধাই এবং সাহিত্যের যে গাথুনি এক কথায় “অক্ষরবাস” একটি স্মার্ট কবিতা গ্রন্থ। যা প্রতিটি কবিতায় কবির জীবন সৃষ্টির রহস্য কোষের অদৃশ্য গোপনবিন্দুর প্রথম কবিতা গ্রন্থ “অক্ষরবাস”। যার মধ্যে পাঠক খুজে পাবে তুমুল প্রেমের দ্বীপান্তরিত হওয়ার মধুবিষাদের স্বাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *