দিনাজপুরে ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে পড়ে আহত-১৬

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে গিয়ে ১৬জন যাত্রী আহত হয়েছে, তাদের মধ্যে ২ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।

পিকনিকের আনন্দের যাত্রা বিষাদে পরিনত হয়েছে আহত সহযাত্রীর রেখে বাড়ীও ফরিতে পারছেনা পিকনিকে আসা অপর সহযাত্রীরা।

রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার খয়েরবাড়ী ইউনয়নের পুর্ব মহেশপুর (ব্রহ্মচারী) নামক এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, রোববার (২৩ ফেব্রুয়ারী) নওগাঁ জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর, মীরপুর, গনেশপুর গ্রাম থেকে ৬০ জন যাত্রী নিয়ে একটি(ঢাকা মেট্র ব-১৪-২১১৯) বাস পিকনিকের উদ্দেশ্যে দিনাজপুরের স্বপ্নপুরিতে আসার পথে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে সকাল সাড়ে ১০ টার দিকে ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনয়নের পুর্ব মহেশপুর (ব্রহ্মচারী) এলাকায় পৌছালে সেখানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একই দিক থেকে যাওয়া একটি মাইক্রো এবং একটি ট্রাককে অভারটেক করার সময় পিকনিকের বাসের সামনের চাকার হুইলসেল ভেঙে যায়।

এতে বাসটি নিয়ন্ত্রয়ন হারিয়ে সড়কের পাশে ফসলি জমিতে পড়ে উল্টে যায়। এসময় যাত্রীবাহী পিকনিকের বাসে থাকা ১৬জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এর মধ্যে বারিকুল ইসলাম ( ২৮) এবং আকরাম হোসেন (৩৯) নামে দুইজন যাত্রী গুরুতর আহত আহওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

বাসযাত্রী তরিকুল ইসলাম জানায় তারা সকাল সাড়ে ৭টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে নওগাঁ জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর, মীরপুর, গনেশপুর গ্রাম থেকে ৬০ জন যাত্রী একটি বাস নিয়ে পিকনিকের উদ্দেশ্যে স্বপ্নপুরিতে যাত্রা করে ফুলবাড়ী উপজেলার পুর্ব মহেশপুর (ব্রহ্মচারী) এলাকায় পৌছালে বাসটি অন্য একটি গাড়ীকে অভারটেক করার সময় বাসের সামনের চাকার হুইলসেল ভেঙে যায় ।

এসময় নিয়ন্ত্রয়ন হারিয়ে সড়কের পাশে ফসলি জমিতে পড়ে উল্টে যায়। এতে বাসে থাকা অনেকেই আহত হয়। তিনি বলেন আনন্দ করতে এসে আমাদের এমন দুর্ঘটনা হলো,জানিনা কিভাবে কখন বাড়ী ফিরবো?

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএকেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কিছু লোক আহত হয়েছে। তবে কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক ও তার সহযোগি পালিয়ে গেছে। বাসটিকে উদ্ধার করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *