দিনাজপুরে ফুলবাড়ীতে বাস চাপায় ক্ষুদ্র নৃ-গোষ্টির এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বাস চাপায় বাবু লাল মুরমু (২২) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্টি যুবক নিহত হয়েছে। নিহত বাবু লাল মুরমু উপজেলার শিবনগর ইউনিনের গঙ্গাপ্রসাদ এলাকার আলুডাঙ্গা গ্রামের বুদু মুর্মুর ছেলে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় উপজেলার রাঙ্গামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানিয়রা জানায়, রোববার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে (সিরাজগঞ্জ ব -১১-০১-৬০) এইচ কে ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস দিনাজপুর থেকে ফুলবাড়ী অভিমুখে আসার পথে ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি এলাকায় পৌছালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে অপরদিক থেকে যাওয়া একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী বাবুলাল মুর্মু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় বাস চালক ও তার সহযোগি পালিয়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক যাত্রীবাহী বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদশক (ওসি) তদন্ত আব্দুলাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনে প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি আটক করে থানায় রাখা হয়েছে।

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *