দিনাজপুরে বীরগঞ্জে দেশে চলমান ধর্ষণ ও ধর্ষকদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে বীরগঞ্জে দেশের বিভিন্ন স্থানে চলমান ধর্ষন ও ধর্ষকদের বিচারের দাবিতে ৯ মার্চ বিকেলে বিক্ষোভ ও সমাবেশ করেছেন সাধারণ ছাত্র জনতা।

৯ মার্চ ২০২৫ ( রবিবার) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহর এলাকার শহীদ মিনার চত্বর হতে শুরু করে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের উপর দিয়ে শহরের বিভিন্ন স্থানে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে, সাধারণ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিাবদ সভায় ছাত্র জনতার নেতারা বলেন, বর্তমান সরকারকে ব্যার্থ করার চেষ্টায় আওয়ামী’দোসররা ধর্ষণ সহ দেশে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি সহ ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। অন্যথায় দেশে ধর্ষণের সংখ্যা বেড়েই চলবে, বলে সমাবেশ স্থগিত করেন। প্রতিবাদ সভায় বক্তারা দেশের চলমান প্রতিটি ধর্ষন ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *