বীরগঞ্জ নিউজ২৪ ডেস্কঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীদের মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। এরইমধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ বেশ কয়েকজন নেতাকর্মী এ চিঠি পেয়েছেন।
সোমবার বিকেল থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে মনোনীতদের চিঠি দেওয়া হবে। বিকেল ৪টায় দেওয়া হবে বরিশাল বিভাগের, ৬টায় রংপুর ও রাত ৮টা থেকে দেওয়া হবে রাজশাহী বিভাগের মনোনীতদের চিঠি।
দিনাজপুরের আসনগুলোতে যেসব প্রার্থীরা মনোনয়নের চূড়ান্ত চিঠি পেয়েছেনঃ
মঞ্জুরুল ইসলাম ও মামুনুর রশিদ দিনাজপুর-১
সাদিক রিয়াজ দিনাজপুর-২
সৈয়দ জাহাঙ্গীর ও মোজাম্মেল দোলন দিনাজপুর-৩
হাফিজুর রহমান ও আক্তারুজ্জামান মিয়া দিনাজপুর-৪
রেজাউল হক ও জাকারিয়া বাচ্চু দিনাজপুর-৫
লুৎফর রহমান মিন্টু ও শাহীনুর ইসলাম মন্ডল দিনাজপুর-৬
একাধীক প্রার্থীদের মনোনয়নের চিঠি দেবার ব্যাপারে দলটির হাই কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ‘ যেহেতু এখনো দেশে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ তৈরি হয়নি তাই নানা বিষয় মাথায় রেখে একই আসনে একাধীক প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে কারোও প্রার্থীতা বাতিলও হতে পারে সেক্ষেত্রে ভবিষ্যৎ চিন্তা করে এমটা করা হয়েছে’।