নিজস্ব প্রতিবেদক
কাহারোল উপজলোয় নামাজরত কিশোরীকে ছুরিকাঘাতে জখম করার অভযিোগ উঠছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে কাহারোল থানা পুলিশ।
গতকাল রাতে উপজেলার দ্বিপনগর গ্রামের জুয়েল রানার বাড়ীতে এই ঘটনা ঘটেছে বর্তমান ঐ কিশোরী দিনাজপুর মেডিক্যাল কলজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় আফফি হোসনে (১৬) নাম এক কিশোর কে আটক করেছে কাহারোল থানা পুলিশ। একই উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্র জানা গেছে, বুধবার রাত সাড় ৮টার দিকে মেয়েটি নিজ বাড়িতেই নামাজ পড়ছিল জুয়েল রানার ১৫ বছর বয়সী মেয়ে। এসময় তার বাড়ীর প্রাচীর টপকিয়ে বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় আফফি হোসেন।
কাহারোল থানায় বিষয়টি তাৎক্ষনিক জানানো হলে তাকে আটক করতে অভিযান শুরু করে পুলিশ। ঘটনার ৪ ঘন্টার মধ্যে তাকে আটক করত সক্ষম হয় পুলিশ।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক রহুল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান,গুরুতর আহত কিশোরীকে দিনাজপুর মেডিক্যাল কলজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিবির পর্যবক্ষেণে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।