দিনাজপুরের বীরগঞ্জে টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত

Share

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার করিমপুর টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৪র্থ ব্যাচ ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে করিমপুর টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট (টিএনআই) এর আয়োজনে হাসপাতাল চত্বরে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমপুর টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোছাঃ খালেদা আকতার কল্পনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক সহকারী পরিচালক ও রেজিস্টার মেডিসিন এবং টিএফজেডএইচ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ নজমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস বাংলাদেশ এর উপ-নির্বাহী পরিচালক-২ রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ কহিনুর বেগম, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইন্সট্রাক্টর ইনচার্জ মোছাঃ ছেলিনা আক্তার বানু, ডোনার প্রতিনিধি প্রভাষক মোঃ মহসীন আলম শামীম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর, মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী, নিজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পাল, স্বাস্থ্য সেক্টর টিএমএসএস নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের উপদেষ্টা রাবেয়া বেগমসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা নার্সিং শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “নার্সরা রোগীদের সবচেয়ে কাছাকাছি থেকে সেবা প্রদান করে থাকেন। তাদের ব্যবহার ও দক্ষতা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

তারা আরও জানান, নার্সিং ইনস্টিটিউটের জন্য নতুন ভবন নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে এবং ভবিষ্যতে একটি পৃথক ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, “তোমাদের মেধা ও পরিশ্রম কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং রোগীদের প্রতি সদাচরণ করতে হবে।”

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে।...

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে প্রথম...

‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’: ক্যাম্পাস রোডশো শুরু

নিজস্ব প্রতিবেদক হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের...

দিনাজপুর শহরে সমাজসেবা কার্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী ও অন্যান্য সুবিধাভোগী তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: [email protected]

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।