দিনাজপুরের বীরগঞ্জে বহুল আলোচিত তরুণীকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে চাঞ্চল্যকর তরুণীকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি রাকিব হোসেন(৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী -২০২৫ ) বিকেল ৪টার দিকে উপজেলার বটতলী এলাকা থেকে থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

রাকিব হোসেন উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর দক্ষিণ রাজবাড়ী গ্রামের মো: তোফাজ্জল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বছর প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ডেকে গোলাপগঞ্জ রোডস্থ ইমরান নামে এক বাড়িতে নিয়ে ধর্ষণ করেছেন প্রেমিক ও তার বন্ধুরা। এ ব্যাপারে ৩ জনকে আসামী করে বীরগঞ্জ থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন ২০০৩ এর ০৯(৩) ধারায় একটি মামলা দায়ের করেছেন কিশোরীর বড় বোন। যাহার মামলা নং -১২,তাং- ১২/০৬/২৪।

এব্যাপারে, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বটতলী এলাকা থেকে গণধর্ষণ মামলার দ্বিতীয় আসামি রাকিব হোসেন কে গ্রেফতার করা হয়। এই মামলার পর আসামিরা দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *