দিনাজপুরের বীরগঞ্জের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত আহত ১

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রীতম রায় (১০) নামে এক কিশোর নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক গড়নুরপুর গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের ছেলে উদয় (১৮) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারী ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদরের জননী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঢাকা -পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এসময় প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম ও বীরগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যানবাহন চলাচল সার্বিক হয়।

নিহত প্রীতম রায় বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সুন্দরীহাটগাছ গ্রামের সুকুমার রায়ের ছেলে। স্থানীয়রা জানান, নিহতের মামাতো ভাই উদয় রায়, প্রীতম কে মোটরসাইকেলে করে কাহারোল উপজেলার দশমাইল গড়নুরপুর যাচ্ছিল।

পথে জননী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন থেকে ( যশোর ট – ১১-৪২২৪) বালু বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি নিয়ে চালক ও হেলপার পলাতক। তবে লাশ পরিবারে কাছে হস্তান্তর হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *