নতুন নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের ঘোষণা দিয়েছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল ম্যাকমাস্টারকে সরিয়ে জন বল্টনকে নিয়োগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা পরিবর্তন এটি। ব্যক্তিগত টুইটারে জেনারেল ম্যাকমাস্টারের অবদানের প্রশংসা করে ট্রাম্প জানান, আগামী ৪ এপ্রিল থেকে এই পরিবর্তন কার্যকর হবে।

ইরাকে গণ বিধ্বংসী অস্ত্র থাকার দাবি বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করে হামলার পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ জন বল্টন। এছাড়া ইরান ও উত্তর কোরিয়ায় সামরিক আগ্রাসনের পক্ষে এখনও জোরালো অবস্থান রয়েছে তাঁর।

সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, জর্জ এইচ ডব্লিউ বুশ এবং জর্জ বুশের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। গত সপ্তাহে আকস্মিক ঘোষণায় সিআইএ’র সাবেক পরিচালক মাইক পম্পেওকে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের স্থলাভিষিক্ত করেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *