অবশেষে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। কাল সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছেন আজ দুপুর সোয়া দুইটার দিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন।
সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের একমাত্র ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পর থেকেই পদটি শূন্য ছিল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছিলেন বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।