আশিক মুন্না | শুশুলী যুব সমাজের উদ্যোগে ১৭ই নভেম্বর, বিকাল ৩ ঘটিকায় শুশুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “বঙ্গবন্ধু গোল্ডকাপ -২০১৯”-এর ৮ দলের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ মজির উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোকছেদুল গণি রাব্বু শাহ্। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাকেশ গুহ-সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ,খানসামা উপজেলা শাখা; মোঃ রনি ইসলাম-সভাপতি,বঙ্গবন্ধু গোল্ডকাপ -২০১৯; মোঃ সাখাওয়াত হোসেন-সাধারন সম্পাদক,বঙ্গবন্ধু গোল্ডকাপ -২০১৯; মোঃতছিল উদ্দিন-বিশিষ্ট ব্যবসায়ীক ও সমাজসেবক; মোঃ নুর ইসলাম-৪নং ওয়ার্ড ইউপি সদস্য,আলোকঝাড়ী ইউপি; মোঃ আজিজু্ল হক চৌধুরী,মোঃ শহিদুল ইসলাম,মোঃ মাহাবুর রহমান,খাইরুল ইসলাম -বিশিষ্ট সমাজসেবক ছাড়াও আলোকঝাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মিঠুন শাহা,আরমান ইসলাম,প্রশান্ত দেবনাথ,মনিরুল ইসলাম,আলফাহিম ইসলাম,ইমরান হোসেন,আপন,কেশব দাস, খাদেমুল ইসলাম সহ আরো অনেকে।
উদ্বোধনী খেলায় ম্যাচ রেফারি মোঃ মশিউর রহমান এর পরিচালনায় যে দল দুটি পরষ্পর পরষ্পরের সাথে মোকাবিলা করেছে সেই দল দুইটি হলো কাশিমনগর গ্রীন স্টার ক্লাব বনাব শুশুলী যুব কল্যান খেলোয়াড় সমিতি। খেলার পরিসমাপ্তিতে শুশুলী যুব কল্যান খেলোয়াড় সমিতি ১-০ গোলে কাশিমনগর গ্রীন স্টার ক্লাবকে পরাজিত করে।
খেলা শেষে প্রথম গোলদাতা কে প্রধান অতিথি কর্তৃক পুরষ্কৃত করা হয়।