বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে খেলার প্রস্তুতি কতটুকু ঝাড়বাড়ি সরঃ প্রাঃ বিদ্যালয়ের?

স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় জয়লাভ করে ঝাড়বাড়ি সরঃ প্রাঃ বিদ্যালয় । তাদের স্বপ্ন এখন জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার । চলছে প্রস্তুতি ক্যাম্প । প্রতিদিন খেলোয়ারদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে গত আসরের বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ম্যান অব দ্যা টুর্নামেন্ট হওয়া সাবেক ফুটবলার রাকিব সরকার ।

জেলা পর্যায়ের খেলার প্রস্তুতি নিয়ে কথা হয় প্রশিক্ষক রাকিব সরকারের সাথে । উত্তর-গুলোতে রয়ে গেছে বুকভরা স্বপ্ন । এখন অপেক্ষা শুধু প্রতিফলেনর । কতটুকু প্রস্তুত প্রশিক্ষক রাকিব সরকারের দল । এ নিয়ে কিছু প্রশ্ন করা হয় তাকে…

বীরগঞ্জ নিউজ ২৪:- আপনাদের জেলা পর্যায়ের খেলা কবে?
রাকিব সরকার:- এখনো কোন নির্ধারিত সময় ঠিক হয়নি তবে সম্ভাব্য সময় আগামী মাসের যেকোন সময় ।
বীরগঞ্জ নিউজ ২৪ :-জেলা পর্যায়ে খেলা জন্য আপনার দল কতটুকু প্রস্তুত?
রাকিব সরকার:-হুম আমাদের প্রস্তুতি মোটামুটি ভালোই ।
বীরগঞ্জ নিউজ ২৪:-জেলা পর্যায়ের খেলায় তো অবশ্যই ভালো ভালো দল থাকবে , আপনার দল কতটুকু ফলাফল করতে পারবে বলে আপনি বিশ্বাস করেন?
রাকিব সরকার:-আমি বিশ্বাস করি যে যেহেতু আমিও একজন সাবেক ফুটবলার তাই পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আশা রাখি আমার দল ভালো কিছু করবে ।
বীরগঞ্জ নিউজ ২৪:-দলের কার কার প্রতি আপনি আশাবাদী যে তারা ভালো ফলাফল করবে?
রাকিব সরকার:-আমি সিজু, হৃদয় এবং লালচান সহ প্রায় সকলের প্রতি আশাবাদী ।
বীরগঞ্জ নিউজ ২৪:-এ বছর বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে আপনার স্বপ্ন কতদূর?
রাকিব সরকার:-অবশ্যই জাতীয় পর্যায়ে খেলার ।
বীরগঞ্জ নিউজ ২৪:-শেষ প্রশ্ন, আপনার প্রশিক্ষণ অনুযায়ী, আপনার দল জাতীয় পর্যায়ে জয়লাভ করতে পারবে কী?
রাকিব সরকার:-আমি পুরোপুরি নিশ্চিত নই তবে আশাবাদী ।
বীরগঞ্জ নিউজ ২৪:-ধন্যবাদ !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *