নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ জন অসচ্ছল নারীকে বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে দ্বিতীয় ধাপে সোমবার (২৭ জানুয়ারি) সকালে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এই সেলাই মেশিন প্রদান হয়। সেলাই প্রশিক্ষণ শেষে তারা এখন নিজেদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় সারা দেশে দরিদ্র, বিধবা এবং কর্মহীন নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তারই অংশ হিসেবে বীরগঞ্জ উপজেলায় অসচ্ছল নারীদের হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল গফুর, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাকির হোসেন ধলু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সহসভাপতি রাশেদুন্নবী বাবু, উপজেলা জামায়াতের আমির ক্বারি আজিজুর রহমান ও বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী এবং বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার বন্ধুরা।
এ সময় বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ শুধু অসচ্ছল নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেই নয়, তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পাশাপাশি সমাজের খেটে খাওয়া অবহেলিত নারীদের স্বাবলম্বী করার এই উদ্যোগ ঘরে ঘরে পৌঁছে যাক।
তারা আরো বলেন, দেশের অন্যান্য শিল্প প্রতিষ্ঠানেরও উচিত বসুন্ধরার এই মানবিক কাজ থেকে শিক্ষা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাদের এই মানবিক এবং সামাজিক কাজগুলো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি।
সুবিধাভোগীরা সেলাই মেশিন পেয়ে নিজেদের সংসারে অভাব অনটনের কষ্ট দূর ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে কাজ করে যাবে বলে তারা জানান।
বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান বলেন, পিছিয়ে পড়া নারীদের জন্য বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন শুধু আয়ের পথ তৈরি করছে না, তাদের জীবনে নতুন আলোর দিশাও দেখাচ্ছে। বসুন্ধরা গ্রুপ সব সময় সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলতে সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে।