বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫১৩ রানের জবাবটা ভালোই দিচ্ছে শ্রীলংকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ খবর পর্যন্ত লংকানদের সংগ্রহ ১ উইকেটে ১৮৩ রান। ব্যাটসম্যানরা বড় স্কোর গড়ে দেয়ার পর বোলারদের কাধে যেই দায়িত্ব এসে পড়ে তাতে শুরুতেই সফল বাংলাদেশ।
লংকান ইনিংসের তৃতীয় ওভারে দিমুথ করুনারত্নেকে তুলে নেন স্পিনার মিরাজ। তবে ধনঞ্জয় ডি সিলভা এসে বোলারদের ওপর চড়াও হয়ে চাপ সামাল দেন। কুসাল মেন্ডিসও সেট হয়ে উল্টো স্বাগতিক বোলারদের চাপে ফেলেন। দুজনই হাফ সেঞ্চুরি করে কমাতে থাকেন ব্যবধান।
এর আগে, বাংলাদেশের ইনিংসে ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখা মুমিনুল দিনের শুরুতে ফিরে গেলে মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্স নকে শেষ পর্যন্ত ৫১৩ রানের বড় স্কোরই পায় স্বাগতিকরা। মুমিনুল করেন ১৭৬, মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন ৮৩ রানে। প্রথম দিনে মুশফিক ৯২, তামিম ৫২ ও ইমরুল ৪০ রান করেছিলেন। লংকান বোলিংয়ে রঙ্গণা হেরার্থ ও সুরাঙ্গা লকমল নেন তিনটি করে শিকার।