বাজারে কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে চল্লিশ টাকায়। দু’সপ্তাহের মধ্যে দাম আরো কমবে বলে জানিয়েছেন বিক্রেতারা। এছাড়া বেশিরভাগ নিত্যপণ্যের দাম রয়েছে স্থিতিশীল। বেড়েছে মৌসুমী সবজির সরবরাহ। শীতের সবজিকে বিদায় জানিয়ে বাজার এখন গ্রীস্মকালীন সবজির দখলে। দোকানীর পসরায় চিচিঙ্গা, ঝিঙ্গা, কাকরোল, পটল, ঢেরসের সাথে সাজানো প্রচুর লাউ-কুমড়াও।
সবজি কিনতে বাজারে ভীড় ক্রেতাদেরও। কিন্তু দাম নিয়েই যত আপত্তি, দরকষাকষি। পেয়াজের ঝাজ অনেকটাই কমেছে নিত্যপন্যের বাজারে। গত সপ্তাহের চাইতে কেজি প্রতি পাঁচ টাকা কমেছে পেঁয়াজের দাম। বিক্রেতারা জানালেন, ডাল, তেল, চিনিসহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম আগের মতোই।