বাড়ি বাড়ি গিয়ে চলছে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদের কাজ

বাড়ি বাড়ি গিয়ে চলছে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদের কাজ। তা চলবে ৯ আগস্ট পর্যন্ত। দুই হাজার সালের পয়লা জানুয়ারির আগে যাদের জন্ম তারাই এ তালিকায় অন্তর্ভূক্ত হতে পারবেন। এজন্য সবার সহযোগিতা আশা করছেন সংশ্লিষ্টরা ।

২০১৫ সালে বাড়ি বাড়ি গিয়ে করা হালনাগাদ তালিকায় দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ১০ কোটি ১৯ লাখ । ওই তালিকায় ৩৫ লাখ ভোটার অর্ন্তভূক্ত হতে পারেননি বলে ধারণা নির্বাচন কমিশনের ।

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাদ পড়া সেই ভোটারদের পাশাপাশি নতুনদেরও এবারের তালিকায় আনার কাজ শুরু হয়েছে । এজন্য সারা দেশেই কাজ করে যাচ্ছেন তথ্য সংগ্রহকারিরা। সাড়া মিলছে বেশ ভালো ।

এ তালিকায় ভোটার হিসেবে নাম লেখাতে পারছেন বিদেশে থাকা বাংলাদেশের নাগরিকরাও। তাদের সুবিধার জন্য সংশ্লিষ্ট নির্বাচন অফিসে চালু রয়েছে ওয়ান ষ্টপ সার্ভিস । শিক্ষা কার্যক্রমকে ব্যাহত না করেই এ কাজ করানো হচ্ছে স্কুলের শিক্ষকদের দিয়ে। এ কাজে আগের চেয়ে তাদের সম্মানিও কিছুটা বেড়েছে । তথ্য সংগ্রহকারিরা বলছেন, আগের চেয়ে কাজও সহজে করা যাচ্ছে ।

৯ আগষ্ট পর্যন্ত যারা ভোটার তালিকায় নিজের নাম লেখাতে পারবেন না পরবর্তীতে তারাও সংশ্লিষ্ট নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *