বীরগঞ্জ নিউজ ডেস্কঃ
সিগারেটের লোভ দেখিয়ে মাদকসেবী এক যুবককে বিদ্যুতের খুঁটির ওপর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট কলেজিয়েট স্কুলের সামনে এই ঘটনাটি ঘটে। ওই যুবকের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই খুঁটিটি জাতীয় গ্রীডের সঞ্চালন লাইন। এ লাইন দিয়ে এক লাখ ৩২ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালিত হয়। এ লাইনের খুঁটির মাথায় ওঠে বসে ছিলেন আনুমানিক ২৬ বছর বয়সী এ যুবক। পরে খবর পেয়ে ফায়ার সর্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেছেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম জানান, প্রথমে তারা খুঁটি বেয়ে ওঠে যুবকটিকে নামানোর চেষ্টা করেন। তবে তাদের দেখে যুবকটি আরও ওপরে উঠতে থাকে। এ সময় তারা কৌশল পরিবর্তন করেন।
তিনি জানান, পরে তারা সিগারেট, চিপস ও বিস্কুটের লোভ দেখালে যুবকটি নেমে আসে। সে একজন মাদকসেবী। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।