নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি অরাজনৈতিক সংগঠন ঝাড়বাড়ী হাট যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬মার্চ২০২৫) ঝাড়বাড়ী হাটের ওয়াবদা কলোনী মাঠে ঝাড়বাড়ী হাট যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জাকিউল ইসলাম আফতাব বাবুর পিতা ডা. জয়নুল আবেদীন এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম টুটুল, সাধারণ সম্পাদক রাসেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক জাকির হোসেন, ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুলার রহমান মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ হামিদুর রহমান, বীরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবু হানিফ, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা হারুন উর রশিদ, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, বীরগঞ্জ উপজেলা শ্রেষ্ট সহকারী শিক্ষক মতিউল ইসলাম, ঢাকা টেইলার্সের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক, বিএনপি ও জামায়াতে ইসলামীর ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গসহ ঝাড়বাড়ী হাট যুব সমাজের সকল সদস্য।