বীরগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ভাংচুর, থানায় মামলা

Share

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে তুলকালাম কাণ্ড,  সম্ভাব্য মরিচা ইউপি চেয়ারম্যান প্রার্থীদ্বয়ের উপস্থিতিতে সন্দেহ ভাজন ধর্ষক দুলাল কে জুতার মালা গলায় পরিয়ে বিক্ষুব্ধ জনতা সোপর্দ করার পরেও পুলিশের উপর হামলা এবং গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।

উপজেলার মরিচা ইউনিয়ন মাস্টার মোড়ে এই ঘটনা ঘটেছে।

একজন ভ্যান চালকের কথামত সন্দেহ জনক ধর্ষক ‎দুলাল কে নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সারাদিন বিক্ষোভ করে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা।

‎প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়,২৪ এপ্রিল’২০২৫ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে মাস্টার মোড় দারুল উলুম রব্বানীয়া নূরানী ও হাফিজিয়া মাদরাসা পড়ুয়া ৩য় শ্রেণীর ছাত্রী চলমান পরীক্ষা দিতে আসছিল।

পথিমধ্যে ঐ এলাকার শফিকুলের ছেলে দুলাল (৫৪) নিজের ভুট্টা ক্ষেতে এলে সেখানে শিশু ছাত্রীর সাক্ষাৎ হয়, তাকে থামিয়ে বাবা-মা সহ তার নাম গ্রাম জিজ্ঞেস করে।

তাদের কথোপকথনের দৃশ্যটি এক ভ্যান চালক মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের কে ভিন্নভাবে উপস্থাপন করে, সে জানায় দুলাল সম্ভবত শিশু মেয়েটি কে ধর্ষনের জন্য টেনে হেচরে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ভুট্টা ক্ষেতে ঢুকাচ্ছিল অর্থাৎ যৌন নিপীড়ন করেছে।

শিক্ষক এবং মাদ্রাসা কমিটির লোক জন দুলাল কে ডেকে এনে গালমন্দ করে সন্ধ্যায় বিষয়টি নিয়ে আপোষ মিমাংসা করার কথা বলে তাড়িয়ে দেন।

কিন্তু দুলাল তাৎক্ষণিক সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আবু তাহের আইয়ুব কে অবগত করার জন্য মাস্টার মোড়ে তার দোকানে আসে।

মেম্বার ও মাদ্রাসার লোকজন বিষয়টি নিয়ে কথা বলাবলির সময় সেখানে আব্দুল লতিফের ছেলে মোশারফ হোসেন রুবেলের নেতৃত্বে একদল হটকারী যুবক এসে দুলাল কে শিশু ধর্ষক হিসেবে আটক করে, কিলঘুষি মারপিট করে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে কথিত সন্দেহ ভাজন ধর্ষক দুলালকে এক নজর দেখতে শত শত নারী পুরুষ সমবেত হয় এবং তারা বিচারের দাবীতে বিক্ষোভ করে উত্তেজিত জনতা।

সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্ত কে গ্রেফতার করে নিয়ে আসতে থানা হতে সকাল সাড়ে ১০ টায় এসআই দেবাশীষ তাৎক্ষণিক  সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হন। কিন্তু বিক্ষুব্ধ জনগন পুলিশকেও মেম্বারের ঘরে অবরুদ্ধ করে রাখে।

একের পর এক ৩ দফায় থানার ইন্সপেক্টর তদন্ত শিহাবের নেতৃত্বে বেশ কয়েক জন পুলিশ অফিসার ও ফোর্সের সহায়তায় দুলালকে জনতার রষানল থেকে উদ্ধার এবং গ্রেফতার করা সম্ভব হয়নি।

জনগনের দাবী দুলালকে মাথা নেড়ে করে জুতার মালা গলায় পড়িয়ে সমগ্র এলাকা ঘুড়িয়ে পুলিশে দিতে হবে। উত্তেজিত জনতাকে কোন ক্রমেই সান্তনা দিতে পারছিলো না পুলিশ। এক পর্যায় মরিচা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আঃ কাদের মাষ্টার ও আহসান হাবীব শামীম এবং তাদের সহযোগী মোশারফ হোসেন রুবেল জনতার উদ্দেশ্য মাইকে কথা বলে দুলাল কে জুতার মালা পড়িয়ে পুলিশের গাড়ীতে তুলে দেয়।

দুলালকে নিয়ে একটি পুলিশ পিকআপ থানায় চলে যায় কিন্তু অন্য আরও দুটি পিকআপ এবং ইন্সপেক্টর তদন্তসহ কিছু পুলিশকে আটক করে ধস্তাধস্তি, বিক্ষুব্ধ  জনতা ঢিল ছুড়ে এবং গাড়ী ভাংচুরের চেষ্টা করে ফলে অফিসার ইনচার্জের ব্যবহৃৎ গাড়ীটি দুমরে মুচরে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে থানা সুত্রে জানা যায়।

ধর্ষণ চেষ্টা অর্থাৎ যৌন নিপীড়িত এবং পুলিশের কাজে বাধাদান, হুমকি ধামকি গাড়ী ভাংচুরের ঘটনায় গতকাল রাতে বীরগঞ্জ থানায় পৃথক পৃথক ২টি মামলা রেকর্ড করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিন।

Recent Posts

আর্কাইভ

সকল ক্যাটাগরি

Related Articles

দিনাজপুরে ডিএনসি-র অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক দিনাজপর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে...

দিনাজপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় শীর্ষক...

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত- ৪

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে ট্রা‌ক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির চালকসহ...

বীরগঞ্জে চাঁদাবাজী মামলায় আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে যুবদলের নেতা শাকিলকে

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের বীরগঞ্জে চাঁদাবাজী মামলায় জামিন নিতে গিয়ে আদালত জামিন নামঞ্জুর...

দিনাজপুর জেলা ও বীরগঞ্জ উপজেলার সকল খবর পেতে আমাদের সাথে থাকুন।

নির্বাহী সম্পাদক: নাজমুল হাসান সাগর | প্রধান কার্যালয় : ঝাড়বাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর | ইমেইল: birganjnews24@gmail.com

ওয়েবসাইটের লেখা/ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।