জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আজ বেলা দু’টায় আদেশ দেবে হাইকোর্ট । রবিবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চের কার্যক্রম শুরু হলে খালেদা জিয়ার জামিনের বিষয়ে আবেদন জানান তার আইনজীবী জয়নুল আবেদিন। কিন্তু আদালত জানায়, নথি না আসায় তারা সোমবার আদেশের জন্য রাখতে চান।
পরে আদালত জানায়, সোমবার দু’টায় জামিনের বিষয়ে আদেশ দেয়ার কথা। এদিকে, রবিবার বিশেষ ব্যবস্থায় বিচারিক আদালত থেকে পাঠানো মামলার নথি সোয়া একটার দিকে পৌছায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। ২২ ফেব্রুয়ারি সাজার রায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আইনজীবীদের আবেদন, শুনানির জন্য গ্রহণ করে আদালত। পরে ২৫ ফেব্রুয়ারি এক আদেশে হাইকোর্ট জামিন আবেদনের বিষয়ে আদেশের তারিখ দেয়।