প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী, দলের সভাপতি ও মন্ত্রীপরিষদ সদস্য নির্বাচন নিয়ে বৈঠকে বসছেন পাকিস্তান মুসলিম লিগ নেতারা। স্থানীয় সময় বিকাল চারটায় নওয়াজ শরিফের বাসায় এ বৈঠকে বসার কথা।
এরই মধ্যে সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক, দলের সিনিয়র নেতা আসিফ কিরামানি ও পারভেজ রশিদ সেখানে পৌঁছেছেন। নেওয়াজ শরীফের সুপারিশে প্রধানমন্ত্রী হিসেবে তার ভাই শেহবাজ শরীফকে দলের নেতারা মেনে নিলেও জাতীয় সংসদের কোনো আসনে নির্বাচিত হওয়ার আগে তিনি দায়িত্ব নিতে পারছেন না।
ফলে বৈঠকে ৪৫ দিনের জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। এ জন্য খাজা আসিফ এবং শহীদ খাকান আব্বাসিকে বাছাই করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করায় শুক্রবার পদত্যাগ করেন তিনি।