রাশিয়া থেকে ৭৫৫ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করলেন পুতিন

নতুন অবরোধ বিল পাসের জেরে যুক্তরাষ্ট্রের সাতশো পঞ্চান্ন কূটনীতিককে রাশিয়া থেকে বহিস্কার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।রাজধানী মস্কোর দূতাবাসসহ একাটেরিনবুর্গ, ভ্লাডিভোস্টক ও সেন্ট পিটর্সবুর্গের কূটনৈতিক মিশনের এ কর্মকর্তা-কর্মচারীদের পয়লা সেপ্টেম্বরের মধ্যে রাশিয়া ছাড়তে বলা হয়েছে।

পৃথিবীর ইতিহাসে কূটনীতিক বহিস্কারের ঘটনা এটাই সবচেয়ে বড়। নির্দেশ কার্যকর হলে ওয়াশিংটনে রুশ ও মস্কোতে মার্কিন কূটনীতিকদের সংখ্যা সমান হয়ে চারশো ৫৫ জনে দাঁড়াবে। এক বিবৃতিতে পুতিন জানিয়েছেন, এমন সিদ্ধান্ত তিনি নিতে চাননি। সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠন দু’দেশের সুসম্পর্কের অনন্য দৃষ্টান্ত বলেও জানিয়েছেন।

তবে, এ পদক্ষেপ অযাচিত ও দুঃখজনক বলে নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়। এর ক্ষতি যাচাই করে পাল্টা ব্যবস্থা নেয়ার কথা ভাবছে তারা। ২০১৪ সালে ক্রিমিয়া দখল ও ২০১৬ তে মার্কিন নির্বাচনে হস্ততক্ষেপের কারণে সম্প্রতি রাশিয়ার ওপর অবরোধ বিল পাশ করেছে মার্কিন কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *