লাভজনক না হওয়ার কমেছে গমের আবাদ

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে গম চাষের উপযোগী হলেও লাভজনক না হওয়ার গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। আবহাওয়া অনুকূল থাকায় এ উপজেলায় কৃষকরা দিন দিন ঝুকছেন ভুট্টাসহ অন্যান্য ফসল চাষে। গমের থেকে ভুট্টা ও সরিষার দাম বেশি পাওয়ায় গত তিন বছর থেকে ক্রমাগত কমেছে গমের আবাদ।

কৃষকদের অভিযোগ, ক্ষেত প্রস্তুত থেকে শুরু করে গম রোপন, সার, কীটনাশক, সেচ, এবং গম কাটা মাড়াই খরচ বেড়েছে। বাজারে ন্যায্য মূল্য পাওয়াও দুষ্কর হয়ে পড়েছে। এদিকে কম খরচে উৎপাদন বেশি হওয়ায় গমের পরিবর্তে দিন দিন আবাদ বেড়েছে ভুট্টাসহ অন্যান্য ফসল।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ২০২৪ অর্থবছরে ছিল ৮৬০ হেক্টর আর ২০২৫ এ এসে দাড়িয়েছে মাত্র ৫০৩ হেক্টরে। এ বছর উপজেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০৩ হেক্টর জমি কিন্তু তা অর্জন হয়েছে ৩৫৬ হেক্টর। এতে উপজেলায় গম চাষের লক্ষ্যমাত্রা আশংকাজনকভাবে কমেছে।

উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর গ্রামের কৃষক কেশব চন্দ্র রায় অগ্রহায়ণ মাসের শেষের দিকে ২ বিঘা জমিতে গম চাষ করেছেন। তার এক একর জমিতে গম আবাদে খরচ হয়েছে ২৪-২৫ হাজার টাকা। তিনি বলেন, আমাকে স্থানীয় কৃষি বিভাগ কোন প্রণোদনা প্রদান করেনি। একই ইউনিয়নের মুরারীপুর গণপৌত গ্রামের শাহজালাল শাহ, ডা: নুরুল ইসলাম, ফরমান আলীসহ এ লাকার কয়কজন কৃষকের মধ্যে কেউ কেউ প্রণোদনা পেয়ে চাষ করছে গম। তারাও বলছেন বাজারে ন্যায্য মূল্য পাওয়াও দুষ্কর।

উপজেলার শিবরামপুর ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শিবরামপুর ইউনিয়নে চলতি বছর গম আবাদ হয়েছে প্রায় ৪০ হেক্টর জমিতে। রবি মৌসুমে অন্যান্য ফসল বিশেষ করে ভুট্টা শাকসবজি ও ধানের আবাদ বৃদ্ধি পাওয়া এবং এগুলোর দাম ভালো পাওয়ার কারণে কৃষকরা এসব ফসলের দিকে ঝুকছে। ফলে দিন দিন গমের আবাদ কমে আসছে। তারপরও উপজেলায় যে গমের আবাদ হয়েছে তা ভালই। আমরা কৃষি বিভাগ গম চাষীদের ক্ষেত্রে প্রতিনিয়ত উচ্চ ফলনশীল গমের জাত এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে ভুট্টা চাষে কৃষক লাভবান হওয়ায় গম আবাদ কমিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে গমের আবাদ বৃদ্ধির জন্য দিনাজপুর কৃষি গবেষণা কেন্দ্র থেকে যুগোপযোগী হাইব্রিড জাত এবং মূল্য ভালো পেলে আশা করা হচ্ছে গমের আবাদ আবারো বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *